মৌমিতা পাল

 

সমর্পণ


সব অধীনতা ফেলে চলে যাব
গোপন শিরায় বলে যাব সমস্ত প্রপাত
নতজানু ভালোবাসা এড়াতে শেখাক 
 সব উড়ো ফোন।
আছি কেন! কেন বেঁচে আছি -
জানতে চাইলে আউশের ধান 
শেখাবে আশ্রয়...

এ শ্রাবণধোয়া জল বলে দিক
আমি নেই ,আমি নেই

সিঁড়িতে দাঁড়াক হাঁটু মোড়া প্রেম
চুপ করে থাক বৈঠা
ভরসন্ধ্যায় ও কোলে তুলে নিক
কেঁপে ওঠা অবৈধতা
চুপ করে কান্না গেলে যে গান
গান,গানেরই মতো...

এ শ্রাবণধোয়া জল বলে দিক
আমি নেই ,আমি নেই

Post a Comment

0 Comments