প্রসাদ সিং এর কবিতা (নদী সিরিজ)

 



নদী

নদীকে ভালোবাসলে 
বেশ্যাকেও ভালোবাসতে হবে 
সর্বসমক্ষে 

যেভাবে তুমি
জলের তলায় সেরে আসো 
জলমৈথুন 
সেখানে আপতন কোণ পাল্টে যায় 
তোমার দৃষ্টিকোণ পাল্টাও 
পালা করে আত্মমৈথুন শুরু করো
কমে যাবে বেশ্যার সংখ্যা 

কিংবা 
আমি আমার প্রেমিকাকে 
নদী হওয়ার উপদেশ দিতাম 
যদি সে তাতে পায় ইন্দ্রসভায় জায়গা 
আমি 
স্বর্গীয় অপ্সরার প্রেমিক হওয়ার গর্ব করতাম 

এভাবে আমিও নদী হওয়ার কথা ভাবি 
শুধু নদী মেনে নিত কি না 
তা সে কোনোদিন জানায়নি 


নদী ২


প্রমিশ দা লেখে সুবর্ণরেখার কবিতা 
সুবর্ণরেখার কবিতা লেখে অনিমেষ দা
বিকাশদাকে দেখেছি 
মানসাই তে নৌকা চালাতে
আবৃত্তি করছে পাড়ে বসে

আমি কোনোদিন গঙ্গার পাড়ে বসে 
কবিতা লেখার সুযোগ পাইনি 
আমি জানিনা প্রমিশ দা পেয়েছে কি না 
অনিমেষদার কথাও জানি না 
বিকাশদার সাথে কোনোদিন দেখাই হয়নি 

এই লকডাউন এ করোনা কালে 
গঙ্গার পাড়ে বসে কবিতা লেখা হয়তো যাবে না 
কলম টা কোন্ রঙের 
তা দেখবে না লাশগুলি 
নামতে চাইবে খাতায় লাল রক্ত হয়ে 
                                    

 নদী ৩


নদী খরস্রোতা হতে চায় 
যেভাবে তুই ভেঙে পড়তে চেয়েছিলি
                                    আমার বুকে 
নুড়িতে নুড়িতে 
টুকরো হয়ে 

বালির মতো মাখিয়ে নিতে চেয়েছি 
                                       তোকে
যে স্পর্শ বলবে 
জীবনটা 
মুঠো দিয়ে গলে যাওয়ার 

মধ্য জীবনে তুই সংসারী 
তবুও জানি 
তোর মধ্যে আজও ভাঙে 
আমাদের প্রথম স্পর্শ 
যেভাবে চলে 
নদীর তলদেশে ঘর্ষণ 
              মধ্যগতিতে 

মোহনা অনেক দূর জানিস
ভাঙাচোরা না হলে 
ছড়িয়ে পড়ে না 
নুড়ি পাথর 

বালুচরে আমি বসে থাকবো 
তুই
ঢেউ পাঠাস


নদী ৪

 
নদীর কাছাকাছি গেলেই 
বেড়ে যায় গাছের সংখ্যা 
তোমার কাছাকাছি গেলেই 
হৃদয়ে ফুটে ওঠে বি
                             ষ
                                বৃ
                                   ক্ষ 



নদী ৫


 
তোর ভেতর নদী বয়ে যায় 
নদী বয়ে যায় আমার ভেতরেও 
বিশ্বাস না হলে 
আয় 
জড়িয়ে ধর আমাকে 
আর অনুভব কর 
এই দুটো মানব শরীর কিভাবে 
মাটি হয়ে যায় 
আর ভেতরে বয়ে যায় 
রক্তের নদী 

Post a Comment

2 Comments

  1. খুব ভালো লেখা প্রসাদ। খুব ভালো লাগল পাঁচটিই

    ReplyDelete