কায়েস সৈয়দ এর কবিতা


 

ধ্বংসযজ্ঞ অনুগল্প

 

আমরা অযৌক্তিক প্রতিবন্ধী

সভ্যতার প্রতিবন্ধকতায় আবদ্ধ

বন্ধ চোখমুখ

পরিবেশ তীব্র প্রতিকূল

সময়কে অনুশীলন করলে

অনুশোচনায় ভুগবে

ব্যর্থ অনুশোচনার উসবে বিভোর

বোধের ভবিতব্যে

ধ্বংসযজ্ঞ অনুগল্প

 

 

নিখোঁজ

 

বিচ্ছিন্নতার আড়ালে গুম

শব্দটি নিখোঁজের শহরে

ক্রসফায়ারের ম্যাগজিন ভরা

রাষ্ট্রের মগজ

 

তাক করে আছে নিশানা          

মৃত শহরে বেঁচে থাকা

জীবিতের অভিনয়ে

 

 

চোখ

 

চোখ আর জ্ঞানের মাঝে

ভাঙা সাঁকো

চোখের তৃষ্ণায় পৃথিবী

স্বজন, দুর্জন

চোখের অনুভূতিজলে ভেসে

যায় জ্ঞানের আশ্রয়স্থল


Post a Comment

0 Comments