সাইয়্যিদ মঞ্জু’র কবিতা

 

লাইলির গ্রাম


কলঙ্কের দাগ ভরে কামনার চাঁদে

যৌনগন্ধী উপমায় প্রেমিকার দেহ

রচয়িতা

      উষ্ণতায়

কবিতার বেশরম চোখ আঁকে কতো


চতুর বেহেস্ত খোঁজে নমস্য নমস্যে

ভালোবাসা চরণ ধূলোয়

লাইলির গ্রামে মজনুর বেমালুম দৌড়

বুক ধুকপুক....




নফসের চিঠি


পৃথিবীর বিষাদ চেহারা

চোখনদী ঘোরগটা বিরহ পাড়ায়

আয়ুর জামায় লেগে আছে মৃত্যুর পকেট 

স্বজনের মতো

কফিন মিছিল যায় অনন্ত সড়ক ধরে -

মৃতদের ঘরে


গভীর অসুখ বলে পৃথিবীর গায়

পরমের ঠিকানায় লিখি নফসের চিঠি 




ভেতর বাহির


নিজকে চেনার চোখ না থাকায় যদি

কোন চোখে দেখি বল পৃথিবীর আলোকিত মুখ

খসে গেলে পলেস্তরা কয়লার পালঙ্কের ছবি

দুয়ারের ভেতর বাহির।

Post a Comment

0 Comments