‘নিওর’ এর মোড়ক উন্মোচন ও ২০ কবি’র স্বরচিত কবিতা পাঠ

গত সোমবার রাতে ম্যাক্স মোটেলে ইসলাম রফিক সম্পাদিত বেড়ে ওঠার কাগজ ‘নিওর’ ১৬ তম সংখ্যার মোড়ক উন্মোচন করেন সারিয়াকান্দি পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান মতি

বেড়ে ওঠার কাগজ ‘নিওর’ এর ১৬ তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। গত সোমবার রাতে মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সারিয়াকান্দি পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান মতি। মোড়ক উন্মোচন অনুষ্ঠান পূর্ব এক আলোচনা সভা বগুড়া জীবনানন্দ পরিষদের আয়োজনে ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা, শিশু সংগঠক এ্যাড. পলাশ খন্দকার এবং স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জীবনানন্দ পরিষদের প্রধান সমন্বয়কারী কবি ইসলাম রফিক। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু এবং বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সারিয়াকান্দি যমুনা থিয়েটারের সভাপতি খায়রুল ইসলাম, বগুড়া লেখক চক্রের সাবেক সাধারণ সম্পাদক ছড়াকার আমির খসরু সেলিম এবং বাচিকশিল্পী অলক পাল। ইসলাম রফিক সম্পাদিত ‘নিওর-১৬’ সংখ্যার মূল দায়িত্ব পালন করেন সহযোগী সম্পাদক কবি সাফওয়ান আমিন। এর আগে বাচিকশিল্পী অলক পাল ও শাহানূর শাহিন এর সঞ্চালনায় ২০ জন কবি’র স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন পলাশ খন্দকার, ইসলাম রফিক, আমির খসরু সেলিম, জে এম রউফ, বেলাল সরকার, শুভ্রা সাহা, সাফওয়ান আমিন, ডালিম রায়, শৈবাল নূর, আসলাম বেগ, এনায়েত হোসেন, ইউসুফ আলী, শাহান আক্তার ডেবুলি, শাহানূর শাহিন, আমিনুল ইসলাম রনজু, প্রিতম শর্মা, অলক পাল, আবু রায়হান, নয়ন আহমেদ এবং মামুনুর রশিদ। 


Post a Comment

0 Comments