আঁধারে ডুবে যাচ্ছি
ভীষণ অন্ধকারে ডুবে যাচ্ছি; আলো ধীরে ধীরে দুরে চলে যাচ্ছে
চাঁদ তারা সূর্য সবই অদৃশ্য হচ্ছে; আঁধারও আমাদের গিলে খাচ্ছে
সীমাহীন শূন্যতা সম্মুখপানে; ছায়াগুলো গভীরতায় ডুবে যাচ্ছে,
গভীরতায় যে জানার থেকে বেশি গভীরতা থাকে তা ভুলে যাচ্ছে
উন্মাদনার অসীম গভীরে ডুবে নিজেকেই আবিষ্কার করতে হচ্ছে,
মৃত আত্মাগুলোকে প্রতিনিয়তই এ পৃথিবীর কোলে মরতে হচ্ছে!
তুমিই জয়ী
তুমি কি পরাজিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছো?
পরাজিত হওয়ার জন্যে কারোই জন্ম হতে পারেনা,
বিজয়ী হয়েই পৃথিবীতে এসেছো এটা ভুলে যেওনা
কোটি স্পাম পরাজিত করে পৃথিবী হয়েছে ঠিকানা।
কষ্ট যন্ত্রণাদের যেন আধিপত্য বিস্তার না হয়;
ব্যর্থতা যেন কখনো স্পর্শ করতে না পারে তোমাকে;
অতীতকে নিয়ে ভাবাই বাদ দিয়ে দাও আজ থেকে
এবার তুমিও নজর দাও শুধুমাত্র ভবিষ্যতের দিকে।
জীবন ছুটে চলবেই স্মৃতির কাফেলা নিয়ে;
দিন আর রাতের সাথে কখনো হবেনা কোন মিলন,
জীবনের পাদদেশ জুড়েও থাকবে ব্যথার আস্তরন
সুখ কখনো বাড়ির দোরগোড়ায় হয়না প্রতিস্থাপন
বেদনা বোঝেনা কোন রং-ধর্ম-বর্ণ সুযোগ
নসিবে তোমার সর্বদা জয়ের মিছিল হবে এমন না
কাগজের সার্টিফিকেটেই থাকে স্বপ্নের আনাগোনা
লক্ষ্য ঠিক করে এগিয়ে যাও দেখবে তুমি হারবেনা
সময়ের কড়চা
অপেক্ষার সময় কিন্তু ধীরে ধীরে অতিক্রম হয়;
যেমন মানুষ দ্রুত সময়ের মধ্যে ভীত সন্ত্রস্ত হয়
আমাদের আলাদা হওয়ার সময় কিন্তু দীর্ঘ হয়;
আর উপভোগ্য সময়টা বড় না হয়ে ছোটই হয়
কষ্টের সময়ও ছোট নয় কষ্টের সময় সুদীর্ঘ হয়
আমাদের খুশির সময়টা কিন্তু খুব সংক্ষিপ্ত হয়
আমাদের থমকে যাওয়ার সময় মর্মান্তিকই হয়
তবে ভালোবাসার জন্যই থাকে অফুরান সময়
নিঃসঙ্গতা
নিয়ন আলোয় ভরা এই শহরে; হাজারো বাতির আলোক ঝলকানিতে আঁধার মুছে গেছে;
অথচ আমি আঁধারে হেঁটে চলি একাকী নীরবে
লোকসমাগমে পূর্ণ এই শহরে; কত শত মানুষ হেঁটে চলে যায় আমার শরীরের পাশ দিয়ে,
অথচ আমি একাই হাটছি শহরের কোল ঘেঁষে
সময়ও নিয়ম করেই চলে যায়; কতো শত শতাব্দীকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায়,
তবু আমি আজ একাই হাঁটি শহরের বারান্দায়
একা বেড়ে ওঠা মায়ের জঠরে একাই ভূমিষ্ট হয়ে একাই কর্তব্য পালন সারা পৃথিবী জুড়ে,
আবার একাই চলে যাওয়া পৃথিবীটাকে ছেড়ে ।
0 Comments