জীবন সাহা’র কবিতাগুচ্ছ


 


পাগলের প্রলাপ


আকাশের চেয়ে
বড় হয়ে উঠুক মানুষ,
পাগলের প্রলাপের মতো এই কথা
আমি বারবার বলে যেতে চাই।

তুমি
আকাশ থেকে চোখ নামিয়ে নাও
স্বর্গ হয়ে উঠুক পৃথিবী।

আমি বলতে চাই
তোমার হৃদয়ে জন্ম হোক
মানুষ ছুঁয়ে দেখার অন্য একটি চোখ।



বৃষ্টি


সকাল হলো হঠাৎ এলো
ঝমঝমিয়ে বৃষ্টি,
একলা ঘরে উদাস করে
কারও যেন দৃষ্টি !

জল যে পড়ে পাতাও নড়ে
কাঁপে আমার বুক
হাওয়ায় ভেসে কেন আসে
একটা রঙিন মুখ?

হয়তো মায়া ফেলছে ছায়া
বৃষ্টির এ জলে,
কে আর জানে উজান টানে
তুমি-ই গেছো চলে?




বিক্রয় বিজ্ঞপ্তি


বেচতে চাই আমার মন
আজ পানির দরে,
একটি ফুল মনের ভুল
হাসির উপহারে!

আমার মন বাজার থেকে
যাচাই করে নিও,
ঠকবে যদি ভাবোই তুমি
যা খুশি তাই দিও!

কেউ দেবে না আমার মতো
এমন কবি-মন,
ভেঙে গেলেও লাগবে জোড়া
সমস্ত জীবন।




শান্তি শান্তি


আমিও সে-স্বপ্ন দেখি
পৃথিবী একটি দেশ হবে, আর
আমরা মানুষ হয়ে হেঁটে যাবো
ভালোবাসার সুগন্ধি ছড়িয়ে ছড়িয়ে..

স্বপ্ন দেখি আমিও তো
শিশুদের মতো-
একদিন সব যুদ্ধ যাবে থেমে।

একদিন কেউ এসে বলবেন
বাষ্পীভূত হোক
যা-কিছু কষ্ট ও শোক!

শান্তি শান্তি বলে
আমিও যে ঘুমিয়ে পড়তে চাই।


Post a Comment

0 Comments