রাশেদা মোকাম
১০
তোমার প্রেমের চাবুক হৃদয়ে আঘাত করছে...
বরদাস্ত করে যাচ্ছি তোমার রূপের মুগ্ধতায়
আমি কেবল তোমার দিকে দৌড়াচ্ছি প্রতিনিয়ত
যেন সহিসের চাবুকের আঘাতে দৌড়াচ্ছে ঘোড়া
গন্তব্যের দিকে। চাবুকের আঘাতের দাগ ভুলে
যাচ্ছে ভ্রমণের মুগ্ধতায়। বিগত পথের ধূলে
রেখে এসেছে পায়ের ব্যথা, সমস্ত আঘাতগুলি
ভুলে গেছে সহিসকে অভিশাপ দেওয়ার কথাটা।
আমি তো দূরন্ত ঘোড়া, আর তুমি গন্তব্য আমার
সব গ্লানি ভুলে যাবো রাশেদা তোমাকে পেয়ে গেলে
১১
মাথায় গামছা বেঁধে অবিকল চাষী হয়ে আমি
ধানের চারার মতো এ হৃদয়ে রোপন করেছি
রাশেদা তোমার নাম। পরিচর্যা করছি নিয়মিত
কীটনাশক ছিটাচ্ছি অবিরাম বিরহরোধক
আমি খুব আশাবাদী দুঃখেরা নির্মূল হয়ে যাবে
যেভাবে অগ্রহায়ণে কৃষকেরা কাস্তের আঘাতে
দ্বিখণ্ডিত করে ফেলে সমস্ত অভাব-অনটন
অনুরূপ আমিও কেবলমাত্র ভালোবাসা দিয়ে
দ্বিখণ্ডিত করে দেবো আমাদের মাঝে থাকা বাধা
ধান ও গোলার মতো সহজ মিলন হয়ে যাবে
১২
বেশ্যার যোনির মতো হাঁ করেছে আমার যৌবন
যেনো-বা খদ্দের তার প্রেম। হারানো পথের মতো
ফানাফিল্লা হয়ে আমি খুঁজে যাচ্ছি প্রেম অবিরল
আমার সমস্ত আত্মবিশ্বাসকে সহচর করে
তোমার হৃদয়ে ঝুলে আছি শীতে খেজুরের গাছে
ঝোলা হাঁড়ির মতন। এতটুকু প্রেমের আশায়
যেভাবে বৃষ্টির আশে থাকে চৈত্রমাসের জমিন
হঠাৎ-ই বৃষ্টি এসে জমিনের হাহাকার মোছে
তুমি তো চৈত্রের বৃষ্টি, আমি জমিনের হাহাকার
রাশেদা, আমাকে শান্ত করে দাও প্রেমের বর্ষণে
১৩
নামাজ পড়তে পড়তে দাদার কপালের মাঝে
কালো দাগ পড়ে গেছে, কোনও টিপসহির মতন
তেমনি আমার এ হৃদয়ে তোমার নামের দাগ
লেগে আছে, অবয়বটাকে ধ্যান করতে করতে
দাদার কপালে দাগ মানে, তিনি কখনও নামাজ
কাজা করেন না। তিনি সাচ্চা পরহেজগার
আমার হৃদয়ে দাগ মানে, আমি বিশুদ্ধ প্রেমিক
কখনও হৃদয় থেকে মোছা যাবে না তোমার নাম
হৃদয় তো ব্লাকবোর্ড নয়, যে চাইলেই ডাস্টার
দিয়ে মুছে ফেলা যাবে প্রিয়তম মানুষের নাম
১৪
স্বাধীন পতাকা হয়ে উড়ছে তোমার নাম মনে
যেন সদ্য স্বাধীনতা পাওয়া কোনও রাস্ট্রের ভেতর
কোনও বীর সেনাপতি বেদনার বুকে খুঁটি গেড়ে
পতাকা উড়াচ্ছে, শান্তির লিরিক গেয়ে গেয়ে
আমিও তেমনিভাবে মনে উড়াচ্ছি তোমার নাম
তোমাকে আপন করে কাছে পেয়ে যাবার আশায়
সব মানুষের মধ্যে আশা থাকে সম্রাট হওয়ার
আমিও সম্রাট হতে প্রয়োজন তোমাকে রাশেদা
আমার তো মনে হয় প্রেম এক বিশাল সাম্রাজ্য,
প্রেমিক- সাম্রাজ্য বিজেতার মতন বীরপুরুষ
1 Comments
ভালো লাগছে মিসবাহ
ReplyDelete