মাসুদুল হক


কোয়ারেন্টাইন অথবা কেরামতমঙ্গল 



খেলার মাঠ, জাদুঘর ও সিনেমাভর্তি পূর্ণমাত্রার শূন্যতা;
একদম পূর্ণ হয়ে উঠছে শূন্যতা!

ফ্রাংকেনস্টাইনের দৈত্য আবার জেগে উঠছে!
জেগে উঠছে প্রিয় ভাইরাসের মুখ থেকে মুখে। এবার
তার আশ্রয়স্থল শ্বাসপ্রশ্বাস! মানুষের কণ্ঠপ্রদেশ!

দৈত্যরা কণ্ঠপ্রদেশ বয়ে ঘুরে বেড়াচ্ছে
                                          দেশ থেকে মহাদেশ

মাস্ক মুখে মানুষ। মানুষের মুখে দৈত্য
ছায়ার পেছনে ছায়া। লাশের ভেতর লাশ
মুখোশের ভেতর মানুষভর্তি করোনা ভাইরাস!

 কোয়ারেন্টাইন ভরে উঠছে ভাইরাসমানুষে!

 অবাক হয়ে দেখি কোয়ারেন্টাইনের এইসব দৃশ্য
পাশাপাশি শুয়ে আছে আপাত অসহায় দৈত্য!

তাহলে কি কোয়ারেন্টাইন মানে দৈত্যের জেলখানা?



করোনাক্ষেত্র



জলপাই-রঙা পোষাক পরে কুটুমপাখিগুলো
হাঁটতে হাঁটতে ঢুকে পড়ছে কলোনির ভিতর

পোষা কুকুরগুলো দেখা যায় না কোথাও

কৃষ্ণবিড়াল গেছে জলপাই বনে

প্রতিরক্ষা বলয় ভেঙে পাখিগুলো আমাদের
শ্বাসযন্ত্র দখলে নেয়! আমাদের চিৎকারে ধ্বনি
নেই; নেই কোনো সংবেদন!

হাপাতে হাপাতে বরফঘরে শুয়ে পড়ি

ওরা আজ ফ্রাংকেস্টাইনের দৈত্য
চীনের প্রাচীর পেরিয়ে ছড়িয়ে পড়েছে
                                         দিগ্বিদিক!

এখন আর কুটুমপাখিগুলোর দেহ নেই
ভাইরাসের ঢানা নিয়ে বাতাসে কুচকাওয়াজ
                                                        করছে

কলোনির প্রতিরক্ষা ও স্বাহ্য উপদেষ্টা
মুখ-ঢেকে বসে আছেন সুরক্ষা রুমালে!

এক তরফা যুদ্ধ চলছে
                       নিরাকারের সঙ্গে আকারের

এ যুদ্ধের নাম করোনাক্ষেত্র

Post a Comment

0 Comments