বাংলা ও বাঙালির চিঠি
প্রিয়
আব্বাজানরা
একটু সময় লইয়া দেইখা যান__
আপনাগো সংসারের কেউ বালা নাই!
আত্মশূন্য ঘরে নির্দয় ভারত, পাকিস্তান ও বাংলাদেশ।
অদ্ভুত অসুখের সাগরে হাবুডুবু খাচ্ছে আর প্রতিক্রিয়াশীলতা হাগছে!
ভৌগলিক সীমারেখায় কেউ কাউরে বিন্দু ছাড় দেয় না, দৈন্যে ভরা মাথা।
কেউ সেরা ধর্ষণে, কেউ দুর্নীতি, কেউ সাম্প্রদায়িকতায়।
এইভাবে এশিয়ার প্রতিদ্বন্ধীদের চেয়েও পিছিয়ে যাচ্ছে অখণ্ড ভারত। দেশগুলোর পরিবেশ
আর টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবনমানের সাথে
মনোবল ভেঙে দিচ্ছে। আপনারা ত জানেন,
যেকোন প্রতিবন্ধি- সমাজের বোঝা!
তাহলে এগিয়ে যেতে
কী বিশেষ ব্যবস্থা__
মেহেরবানী করে
জানাবেন।
শিল্পকলার ইতিহাস
অপুষ্ট শহরের হৃদয়__ অনাহারি গ্রাম__ অলিগলিতে
কারণে অকারণে হত্যার উৎসবে মেতে উঠে সবাই
অজুহাত জড়িয়ে চুপচাপ পরিবার করে কল্পনা__
গর্ভনিরোধকের নামে মিলনকালে বাড়ে হাহাকার!
উত্তরাধিকার সূত্রে হত্যায় ক্লান্তি আসে না কারো__
পুরনো অস্ত্র নিয়ে শুয়ে থাকে মরার মতো
জাগলেই সুখি নদীর ধারেই বানায় শ্মশান
এভাবে বহুগামী জোছনালোয় মানুষ বেদনার বংশধর।
শিল্পকলার ইতিহাস গোপন বিরহে রক্তাক্ত অনন্তকাল!
1 Comments
ভালো লাগলো
ReplyDelete