প্রতিবেদন
প্রতিটি প্রতিবেদনের সামনে আমরা ঝুলিয়ে দিই
মৃতদের ছবি
তোমার চোখের জলে
আস্ত এক জলাধার
মিউজিক রুম থেকে হেঁটে এলে দেখি
তোমার ওড়না ভিজে যাচ্ছে
আমার জীবন তো খোলা হওয়ার
মধ্যে ভেসে যাওয়া
নিভে যাওয়া আগুন কখনোই ফিরে আসে
না
ইদানিং ঘন ঘন প্রেমে পড়েছি
তোমার গানের পাশে খোঁড়া
খরগোশ
স্যরিডন
নদীর দিকে যাচ্ছি আর আমাদের পকেটে
স্যারিডন
ধুসর বর্ণের এই দেশে
জন্ম ও মরণের এই গ্রহে
পাপিতাপীদের হাতে হাতে চিমনি
ও লণ্ঠন
কাঁদপন্থে সেই সব গান আজও ঘোরে
দেওয়ালচিত্রের সামনে খুব হোঁচট
খাই
তোমার মুখের দিকে প্রাচীন কোন গল্পের
ঘ্রাণ
বর্ষা ও বর্শার পাশে
সেইসব বাতিল কামান
আমাদের শোক খুব সংক্ষিপ্ত
আমাদের ম্যানিকিওর করা আঙুলে
মেঘ বিছিয়ে দেয় ছায়া
বাহান্নঘর কলোনি থেকে
বাহান্নঘর কলোনি থেকে আমি আর্তনাদ তুলে
এনেছি
জোড়া পুকুরে ডুবে মরা সেই সাহেবের ঘোড়া
আজও মাঝে মাঝে বাংলোর মাঠে বেড়াতে
আসে
আমার জীবনে কোন গনগনে দুপুর নেই
আমার জীবনে কোন অনন্ত আহ্লাদ নেই
সমস্ত ব্যর্থ প্রেমের গল্পে আমি ওডিকোলন
ছড়িয়ে দিতে জানি
তোমার ফর্সা বাহুতে আমি আঙুল রাখি
মোরগ লড়াই শেষে তুলে আনি
তির ও ধনুক
চিঠি
অপেলবাগানে চাকরি করতে গিয়েও আমি কিন্তু
তোমার কথা ভুলিনি
তোমার চোখ জুড়ে মস্ত জলাভূমি
গাছের ছায়ায় নিচে সারি সারি
সাইকেল
শিকার উৎসব শেষে খুব ঝড় উঠেছিল
পাহাড় জুড়ে
সেই কবে থেকেই তো আমি স্বর্গের কথা বলে
আসছি
জলে গা ডোবানো মহিষ
আরশোলার পেছনে দৌড়তে থাকা সাদা
বেড়াল
শেষ রাতের স্বপ্নে নিজেকে পিরামিডের ভেতর
ঢুকে পড়তে দেখি
বরফকল
পৃথিবীর সমস্ত মরিচের খেতে আমি আগুন
জ্বলে উঠতে দেখি
দোকানে দোকানে বিক্রি হচ্ছে অন্ধদের
চশমা
তুমি কান্না এনে দিলে আমার দু'চোখে
সতর্ক দাঁড়াশ হাঁটে আল ও আলির
মাঝে
হেরে যাওয়া যুদ্ধের সেনাপতির সাথে দেখা
করতে যাচ্ছি
ঠোঁটে বিদেশী সিগারেট
চারপাশে পুড়ে যাওয়া তাঁবু, কান্না
ও বারুদ
একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে বরফকল
অগ্রিম শীত এসে পড়ছে আমাদের
শহরে
0 Comments