আফসানা জাকিয়া’র কবিতা











নগর যুবক সিরিজ


৬.

এই যে ভোর! একান্ত আলাপে আপনিই বলেছিলেন-প্রচ্ছদের গন্ধ বুনো রোদের মতো হবে।আমি তাই ঘাস ভেজা শিশির হয়েছি এতোদিন! এই যে রূপসী পতঙ্গ! খরগোশ ভালোবাসেন বলে,কূজন লক্ষী বাক্সে লুকোতে নেই।মহাকাল অজানা ভাষ্যের চিন্তাসূত্র! এই যে শান্তির গেরস্থ! যদি সে নগরে মেঘ, বসন্তেও ঘর পোড়ে।তবে ভাববেন, আমি পুড়ি ততোধিক তাপে! এই যে সূবর্ণ প্রতিভার মর্ম কথা! আপনার তপস্যাতে আছি। হোক না সকল লাবণ্য পোড়া পোড়া। স্তন্যময় রোদনপ্রিয় পাঠ্যশালা! এই যে প্রতিদিন জাগিয়ে রাখা ডাক হরকরা! দীর্ঘ মমতায় আমি আজও স্বভাব সুলভ রাতচরা পাখি।তবু সবজি বিক্রেতার বাজারে, এই নগরে পলাতক মন রাখি!



৭.
যুবক,হালখাতার আয়োজন করে বাজার থেকে কিনে এনেছি কুচি কুচি বরফ। আপনি এক রাহস্যিক প্রবঞ্চক! সমুদ্রের গল্পকে মসলা মাখিয়ে উড়িয়েছেন গোপন বাষ্পে। আমি মায়ার পেছনে লাটিম ঘোরাই। ব্যথার পেছনে ঘোরাই আনন্দ! আমার পাঠেই আজ মৃদু সংশয়! সাদা সাদা জ্যোছনার ঢেউ নেমেছে সবুজের বুকে। পেটের ভেতর বড় বড় পাখি ঘন ঘন ঢোক গেলে বর্ষার প্রকল্পে। আপনি নগর যুবক বটে! প্রশ্নের বিকিরণে-জল চিনেও ঢং করে বলেন দারুণ দেখতে!




৮.

আর কতক্ষণ কাঁদলে কাঁদা হবে মাটি?
পলায়নে যাওয়া নগর যুবকের কাছে প্রশ্নটা রাখি।
কামের শ্রাবণে কাঁদি একা একা।
নগর প্রেমিক তুমি পাগল না কি!

আহা! কি চমৎকার চুরমার।
দুর্ভাগ্যে মধু মাখায় পড়শিরা চেহারায়।
আমি নাটকীয়। বালুচরে বিদগ্ধ।
রাইফেলে বুলেট ভরাতে গণমুখী হতে হবে না কি!





৯.

নগরে ওড়ার খবর রটে গেল পথ ও পথিকের মুখে
উৎসবে আবেগ শুধু এক চোখা কমলালেবুর ঠোঁটে
খই ফোঁটা ঠোঁট, সুখের ক্ষণে দাঁড়িয়ে রয় ঠোঁটের কোনে
আমি অনুরাগী। আলোয়ার শাড়ি।খুলে ফেলি ফুল ফোটা বাতায়নে
যুবক,আমি খুনের মর্ম বুঝি!
প্রকাশ্য আড়াল। আয়না মহল সব সাদাসিধে
চোখের পকেট। তোমার নিজস্ব শহর।
সব আছড়ে পড়ুক আমার প্রবাল শরীরে
তুমিই জীবন।জীবন মানেই আমি মর্গে
ঘুমোবার প্রস্তুতি নিই। মৃত প্রজাপতি হই।
ঘাস বাগান নামক স্বর্গে।



১০.

তোমার নগর আজ হাসপাতাল অব্দি লম্বা হয়ে ওঠে। এমন সুসংবাদ পেয়ে কত যে পরকীয়ায় ভাসিয়েছি নিজেকে! এখন অন্তর ধুলোয় অদৃশ্য জ্বর। এই জন্য কেউ দায়ী নয়! কোনটা লাশ আর কোনটা হরিণ বোঝ না তুমি। শরীরে বিভ্রমগুলো খোঁজ না তুমি। ঝুলন্ত জিহ্বা, রাখঢাক দাবী কিছুই বোঝ না তুমি। তবু, তুমি মানবিক শ্বাস। আমার নাগরিক প্রেমিক। অদৃশ্য শরীরে অদৃশ্য কাঁপুনি!

Post a Comment

1 Comments

  1. অনেক ম্যাচিউরড কবিতা... ঝরঝরে...

    ReplyDelete