সরকার আমিন
আজ ২৯ সেপ্টেম্বর। ১৯৬৭ সালের এই দিনে, ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে জন্ম নিয়েছিলেন কবি, সরকার আমিন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর এবং পিএইচডি অর্জন করেন। বর্তমানে তিনি উপপরিচালক পদে বাংলা একাডেমিতে কর্মরত আছেন। প্রকাশিত বই : কবিতা, প্রবন্ধ, অনুবাদ ও গবেষণাগ্রন্থ ২৬ টি। সর্বশেষ প্রকাশিত আত্মজীবনীমূলক বই ‘এ জার্নি বাই লাইফ’।
সদাহস্যজ্জ্বল, দার্শনিক কবি, সরকার আমিনের ৫২ তম জন্মদিনে বামিহাল এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কবির লাইফ জার্নি দীর্ঘ হোক, সফল হোক, মঙ্গলময় হোক আগামী।
0 Comments