বিজ্ঞাপন
বাজারে বিক্রি হয় হর্স পাওয়ার ম্যাসাজ অয়েল।
রাস্তার পাশে বসে সান্ডার তেলের দোকান;
আপনার স্ত্রী আমার মা, মায়ের বুকে বাঘ হয়ে বাঁচুন।
আমরা প্রার্থনায় ঘোড়ার শিশ্ন চাইতাম;
আর চাইতাম বহুক্ষন স্থায়ী সঙ্গম;
গুগলে সার্চ দিতাম লেডিস সেক্স উইথ হর্স!
আমরা মনে প্রাণে এক একজন বহুগামী ঘোড়া।
আমাদের টেলিভিশনে ভেসে আসে ইট্স নটি ওয়ার্ল্ড।
কনডমে লেখা থাকে লং লাষ্টিং ডটেড;
আমরা আধুনিক হয়েছি অনেক, তবু সময় কমাতে চাইনি।
আমাদের স্ত্রীরা এক একটি ব্লাকহোল যেন;
অন্তত আমরা এরকমই ভাবি;
আমরা মনে করি সবকিছু ঢুকে যাবে ৫ মি.মি দরজার ভেতর।
সংসারে প্রেম দিতে চেয়েছি আমরা;
আমাদের বিশ্বাস আমরা দীর্ঘস্থায়ী ঘোড়া হলে সংসারে সুখ নেমে আসবে
আমরা তাই কনডম, তেল, আর মলমের বিজ্ঞাপন দেখি!
অথচ আমরা বানাতে পারতাম চুমু শেখার ক্লাস।
আমার পিতৃদেব মুক্তিযোদ্ধা নন
তার চাইতে বেচে দাও দাস ব্যাবসার হাটে!
কিংবা মেরে ফেল, যেমন মরে যায় ভ্রুনের শিশুরা অ্যাবোরশান টেবিলে;
এই দেশে আমি কেউ নই, এই দেশের আমি এক ভেসে আসা মাছ।
আমারে কেটেকুটে রান্না করে খাও!
পৃথিবীর মনিবেরা কিনে নেয় খন্ড খন্ড জমি;
তোমাদের পিতৃগন কিনেছিলো পুরো একটি দেশ;
তোমরা এখন মালিক উৎকৃষ্ট উত্তরাধীকারে।
আমি এক বেড়ে ওঠা গাছ, তোমাদের রাস্তার পাশে।
ফোর লেন রোড হবে তাই করো সমূলে বিনাশ।
তোমাদের পুস্তকে লিখা আছে তোমাদের নাম।
তোমরাই তালি দাও, তোমরাই জানাও সালাম;
আমি খুব দূরবর্তী মানুষ, তোমাদের দলে তালে নেই;
তোমরা চাবি দিয়ে ষ্টার্ট দিয়ে ড্রাইভ করো দেশ নামের গাড়ি।
আমি দূর থেকে দেখি, কাছে যাইনা;
আমি দূরে বসে হাসি কাছে যাইনা;
আমার পিতৃদেব মুক্তিযোদ্ধা নন!
দেশ চালানোর সনদ আমায় কেউ কোনদিন দিবে না।
রাজপুত্র
সংসার সবটুকু দেয় না।
এই কথায় স্ত্রীগন কেঁদে উঠুক;
পরিমিত তেল নুনে রান্নার ব্যঞ্জন দেখাক,
ব্রা'র হুক খুলে বলুক প্রেম নাও।
যে থাকে নতজানু তোমার উঠোনে;
তুমি তার নাম দিও বাধ্যগত চিল,
তুমি তার নাম দিও বান্ধা হরিন;
প্রেমিকের পিঠ জুড়ে তীব্র কেশর দুলে ওঠে!
প্রেমিক এক রাজঘোটক;
তাকে দিও সমস্ত অঞ্জলী!
প্রেমিক এক দেবতা মদন, পূঁজো দিলে মন খুলে এসো।
খুলে এসো জামার বোতাম, খুলে এসো কোঁমরের গিট!
প্রেমিকেরে ডাক দিও শাহ্জাদা নামে।
গোল্ডলিফ
অমিতাভ বেনসন টানে!
গোল্ডলিফ একেবারে ছোঁয় না।
অমিতাভ নিম্নমধ্যবিত্ত!
অমিতাভের বেনসন মানায় না।
একদিন অমিতাভের ভাত খেতেই টাকা শেষ!
পকেটে শুধুমাত্র তিন টাকা আছে;
অমিতাভ হলিউড চেয়ে নিলো দোকানির কাছে।
অমিতাভের বন্ধুরা গোল্ডলিফ খায়!
অমিতাভ বেনসন!
হলিউড দেখে ফেলে বন্ধুরা ক্ষ্যাপায় ভীষন।
অমিতাভ মাথা নিচু রাখে চোখ ছলছল!
গোল্ডলিভ বাবা টানেন, তাই মায়ের মত জানি;
কিভাবে তা আমি টানি বল??
তুমি শাড়ি পরলে
তুমি শাড়ি পরলে আমি হো হো শব্দে হেসে উঠি
তুমি শাড়ি পরলে আমি হাতে তালি দেই
তিন টাকার নৌকায় কিছু পথ পার হলে তুমি
এমন সুখ কি আর রোজ রোজ আসে?
খিল খিল হাসি মাখা ভরা বুক কামনার জমি
তুমি শাড়ি পরলে বুড়িগঙ্গার রোগা জল হাসে
ঘুম ভাঙ্গতেই বাবু বাজার
তারপর নৌকায় তোমার মঞ্জিল
তারপর একা ঘরে ঝিলমিল ঝিলমিল প্রেম
শাড়িতে তখন তুমি নারী হয়ে ওঠো
ট্যালকম পাউডারের ঘ্রান ম' ম' খুব নাকে লাগে
আমি ছূঁয়ে দেয়ার সুযোগে কাছে যাই
সিলিং এ ঝোলানো ফ্যান মৃদু হেসে স্লো হয় তখন
আমারও ভেতরে খুব লোভ লোভ লাগে
প্রেমিকের ছল করে একটু শরীরে পেতে চাই
আগুনের জলপথে একটু গভীরে যেতে চাই
তুমি শাড়ি পড়লে আমার শুধু শাড়ি খুলতে ইচ্ছে করে
2 Comments
ভালো লাগলো
ReplyDeleteধন্যবাদ। সাথেই থাকুন।
ReplyDelete