বন্ধ জানালা
শূন্যতার দীর্ঘ মূর্ছনা ভেঙে
আছড়ে পড়ে আলো।
না জানি, কতটা মাস সূর্য দেখা হয় না,
চোখ বুঁজে শুধু আওড়েছি গভীর দীর্ঘশ্বাস!
নিরুদ্দেশের নীল খামে
আমার ঠিকানা লিখে পড়ে থাকা
তোমার সেই চিঠি,
হাত দেওয়া হয়নি
ইচ্ছে হয়নি
নিজেকে হারানোর উল্লাস
আর ভুলে যাবার আয়োজনে
ব্যস্ত আমি
কবিতা ও ছুঁয়ে দেখিনি।
যেদিন মন, খালি পায়ে নেমেছিল রাস্তায়
জীবনের লোভে,
ভুয়া রাষ্ট্রনীতি আর ধর্মের আলো আঁধারের ধারাপাত শুনে
দু হাত কানে গুঁজে ছিটকে এসেছি নিজ অরণ্যে,
চন্দ্রগ্রস্ত কিছু ভোর কেটে গেল
পরিকল্পিত সুরের ঘোরে
কিন্তু, নিজেকে আড়াল করে
রাখা গেলনা আর,
মন বের হলো আবার রাজপথে
নিরুদ্দেশ সেই ঠিকানার খোঁজে,
কবিতার খোঁজে,
নগ্ন পায়ে এক ভালবাসার মিছিলে।
কল্পনার খামে নীল বাস্তব
পায়ে-পায়ে হেঁটে বেড়ানো
জীবন্ত উপন্যাস,
পড়তে বসে হারিয়ে যাই
কল্পনার সেই তুমি আমির গল্পের শেষ লাইনে
রাতগুলো ছোটবেলা হয়ে যায়
ফুঁপিয়ে ওঠে আঁধার
পরিচিত আঙুল ছুঁয়ে দেখবে
সাধ জাগে।
ব্যথাগুলো জমে,
পোষা প্রজাপ্রতির ডানায়
উড়ে বেড়ায় কাজল মেঘ
কতশত বার চোখ খুলতেই
ভোর ঘুমিয়ে পড়েছে,
আমাদের হেয়ালি সেতারে
হরবোলা ডেকে উঠলে
ধরে নিও, এখনো সবুজ
পুরানো সান্ত¡না।
0 Comments