সাহিত্য সংবাদ : কলকাতার আদম সম্মাননা ২০১৭ পেলেন বাংলাদেশের বিধান সাহা এবং রিমঝিম আহমেদ

কলকাতার আদম সম্মাননা ২০১৭

পেলেন বাংলাদেশের বিধান সাহা এবং রিমঝিম আহমেদ




কবিতার ভাষা কখনও একই থাকে না, তা বদলে যায়। বদলে যায় তার অন্তর্জগৎও। আর এই বদল ঘটে তরুণ কবিদের দ্বারাই। তাঁদের হাত ধরেই কবিতায় এসে পড়ে নতুন দেশের আলো, নতুন রূপ পায় কবিতা।
ইদানীং দুই বাংলায় বহু ব্যবহৃত ভাষায় সারবত্তাহীন কবিতা লেখার প্রবণতা বেড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আমরা লক্ষ করা যায়, ভিড়ের ভিতরে থেকেও কেউ কেউ নিজের মতো করে অন্বেষণ করে চলেছেন নিজস্ব স্বর। ডিকসন। মূলত এঁদেরকে সম্মানিত করার জন্যই প্রতিবছর ডিসেম্বরের শেষে আয়োজন করা হয় আদম সম্মাননা জ্ঞাপনের অনুষ্ঠান।
সম্ভাবনাময় তরুণ কবি হিসেবে এবার সভায় আদম সম্মাননা জ্ঞাপন করা হয় বৃহত্তর বঙ্গের তিন জন কবিকে।

এবারের আদম সম্মাননা পাচ্ছেন যথাক্রমেথথ কবি, শৌভ চট্টোপাধ্যায় (জন্ম ১৯৮৩), থাকেন দিল্লিতে। বাংলাদেশের দুই তরুণ কবি, বিধান সাহা (জন্ম ১৯৮৪ ) এবং রিমঝিম আহমেদ ( জন্ম ১৯৮৫)। এঁদের দুজনেরই দুটি করে কাব্যগ্রন্থ রয়েছে এবং এঁরা থাকেন যথাক্রমে ঢাকা এবং চট্টগ্রামে। ভৌগোলিকভাবে ও পেশাগত দিক থেকে এঁদের অবস্থান বিভিন্ন হলেও একটা মিল রয়েছে। এঁরা প্রত্যেকেই নিজের মতো করে কবিতা লিখতে চাইছেন, লিখছেনও।

তিন কবিকেই, বামিহাল বাংলা’র পক্ষ থেকে জানাই অভিনন্দন।

Post a Comment

0 Comments