চোরাঢেউ ও অন্যান্য...
চোরাঢেউ
লাবণী নয়নে চোরা ঢেউ বাঁকখালী
প্রার্থনায় পূতঘরে সিদ্ধার্থ বিমূর্ত
সভ্যতায় আকাশের মূর্খ নৃত্য খেলা
বৃক্ষফুল মেঘেবৃষ্টি শান্তি দাও প্রভূ।
সুন্দরীর কারুকাজে ফতুয়া নিশান
মৈনাক পাহাড়ে স্বর্গ সিঁড়ি শিবলিঙ্গ
সুন্দরের মুগ্ধতায় কবির প্রকৃতি
কচিডাব মিষ্টিপান আপ্যায়ন সুখ।
অলস দুপুর বাতাসের উন্মাদনা
জলের বিরহ পুড়া মন ঝাউপাতা
সময়ের জানালায় কলাতলী বীচ
দিগন্তে সমুদ্রে দেখা হবে প্রজ্জ¦লিত।
পরান গুজরে
মেঘের কপাটে নুড়ি ফুল গুপ্তচোখে
ইশারায় শব্দতরী অচেনা সমুদ্রে
ঢেউয়ে-আছাড়ে পথ-ভুলে নদীপাড়ে
বৃষ্টি স্নান বোবামুখ হারানো সময়।
পরান গুজরে বাঁঁকখালী কাছে দেখা
রূপে-খেলা উষ্ণ প্রেম আচ্ছন্ন আয়না
মৃদুহেসো জলেপুষ্প আকুল মিনতি
শেকড়ের শব্দচাষি অবসাদে মন।
বৈশাখে তালাক প্রাপ্ত ঝড়ে ঘুরপাক
সাহসে নাবিক ধৈর্য-ধরো কারিগর
ভাটার স্রােতের উল্টো-রথে মৃদুপথ
নির্সগে শহরে জীবনের পরমায়ু।
শরম
মনোভূমি পাহাড়ের সবুজ আকাশ
র্শাটের জানালা খোলা তৃপ্তি সমীরণ
প্রকৃতি শহরে শূন্য বৃক্ষ অগ্নিমেলা
শান্তি,ওম শান্তি দূত, প্রেমের র্প্রাথনা।
বৃষ্টির নৈপুণ্যে বুক ভাঙে শতফুল
হারানো মৃত্তিকা শেকড়ের অন্ধশোভা
পাশে থাকি অসহায় পাখিদের ভীড়ে
ছলনায় অভিসারে ছায়ার ব্যবসা।
শরম লাগের মনুষ্যত্বে চারুমনে
লুঠের মোহনা চারিদিকে উৎসব
অভিমানে রাতফুল অতিকান্না হৃদে
ভুলে যাও স্মৃতি পাতা গোলাপ ফুটুক।
শিলাচোখ
রহস্য মেঘের প্রেয়সীর কান্নারোল
অভিমানে অভিরাম অচেনা নূপুর
শেকড়ে মৃত্তিকা লজ্জা-ঢাকা বর্ষাফুল
আষাঢ়ে পূর্ণিমা জলে-ডুবা
নোনাঝাউ।
অদৃশ্য সুন্দর পর্দা-টেনে
বীজতলা
কাছে গেলে দৃষ্টি মেলে
প্রকৃতির গান
অপূর্ব সমুদ্র নৃত্য-ঢেউ স্বর্গে নারী
দেখতে দেখতে ঝর্ণা-তলে হিমছড়ি।
নান্দনিক সমারোহ জীবন লহরি
সবুজ পাড়ের লুকোচুরি গুহা-প্রেম
ইনানী জলের থোকা থোকা
শিলাচোখ
উত্তাল আনন্দে ছেঁড়াদ্বীপে নীলজালে।
ঘুমঘর
গোপন আকাশে অন্ধ প্রেমে দ্বীপ্তশোভা
স্বপ্নতাজ ঝাউডানা চোখের নির্মাণ
জলের কুহক সূর্য ডুবে
অভিসারে
ঘুমঘর শূন্যতায় আঁধারে নূপুর।
পথে হেঁটে শহরের নিশাচর ফাঁকা
বৃষ্টি স্নাত প্রকৃতির ঠিকানা নিখোঁজ
শৈল্পিক জীবন
শব্দ গেঁথে ইতিবৃত্তে
লেজুখালে জোয়ারের অথই আনন্দ।
ভাটার দিগন্তে ঘরে ফিরে
মুদ্রাসুখ
আয়নার অন্ধকার বিপুল পাহাড়
জলের ঘড়ির স্বপ্ন চোখ জোড়াসাঁকো
জয়-রথে প্রেম যুদ্ধ
মহাভারতের।
0 Comments