রনি বর্মন এর কবিতা





পাখি-পাখি-প্রেম

পৈত্রিক সূত্রের উত্তরাধিকারী হিসেবে
আমাকে একদিন একটি পাখি পুষতে দেওয়া হলো।

বাবা বলেছিলেন, যত্ন করে রাখতে।
সেই থেকে আমি পাখি পরিচর্চায় নিয়োজিতো হলাম।
পাখি প্রেম আমাকে উদ্দ্যেলিত করলো; উত্তফুলিত করলো।

স্বপ্ন-ভোজী আমার...
মটরদানা খায় না জেনে,
প্রতিদিন আমি তাকে_
স্বপ্নমাখা গল্প খাওয়াতে থাকলাম।




০২


পাখিটিকে গল্প খাওয়াতে খাওয়াতে এক সময়_
আমার বোধে স্বপ্ন সংকট অনুভব করলাম!
হায়! কী উপায়, কী উপায়!!

ক্ষুধার্ত পাখিটি আমার আহার পেলো না দীর্ঘ দিন।

খেতে না পেয়ে, সুবর্ণ পাখি আমার শকুনে পরিণত হলো।
শুরু করে দিলো মহাতান্ডব।
আর তার ঠোঁট লম্বা হতে-হতে নেমে এলো হাটু বরাবর।
পাখিটির লম্বা এবং ধারালো সেই ঠোঁট দিয়ে ঠোকরাতে লাগলো_
আমার মাথায় ও মগজে; টোকরালো আমার বুকে ও পাঁজরে।





০৩


স্বপ্ন সংকটে উপায়শূন্য আমি, এক সময় বাবাকে ডাকলাম।
জানতে চাইলাম পরবর্তী উপায়-অন্ত বিস্তারিত...

বাবা পাখিটাকে আকাশ দেখানোর উপদেশ দিলেন।
আমি আকাশ দেখালাম।
দেখালাম আকাশের সেই অংশ, যেখানে ব্রহ্মের ছড়াছড়ি।

আকাশ দেখে পাখিটি প্রথমে শান্ত হলো।
তারপর উদভ্রন্ত হলো!






Post a Comment

0 Comments