কামরুন নাহার কুহেলীর কবিতাগুচ্ছ


 ভাঙা-ভাঙির খেলা





ছন্দ

আটপৌঢ় আকাশের গায়ে গায়ে রোদ-ছায়া
মায়া নৌকায় দিক-দিগন্তের রস পানে ছোটে
উচ্ছল সাদা মেঘের দল। উদাসীন নারীমন
সেদিক পানে চেয়ে হাহাকার করে ওঠে, তারও
ওড়ার কথা ছিল আকাশে! মনসীমা ছাড়িয়ে
হারিয়ে যাবার কথা ছিল মেঘের ভেলায়...
অশান্ত শেকল আটা মন নিয়ে সে মনপিঞ্জিরার
দরজার খিল তুলে ভেলা হয়ে যায়। পাড়ে
পড়ে থাকে অপূর্ণ কতক চাওয়া, কতক চাওয়া
হারিয়ে যায় না পাওয়াদের ভিড়ে! সে কেবল
অন্যের পারাপারের ছন্দে ছন্দ মিলিয়ে দোলে... 


নস্টালজিয়া রঙে

আলতো স্পর্শে জানালার গ্লাস সরিয়ে
আলো- বাতাসের ছোঁয়ায় হারিয়ে যাই;
নস্টালজিয়া রঙে চারপাশ রঙিন হলে
হাত বাড়াই, বৃষ্টি এসে হাত ধরে
গান গায় ছন্দে ছন্দে সুরে সুরে
আমি সে গানের ছন্দে- সুরে ভীষণ কাতর হয়ে
তোমার নাম জপি! তুমি কদমের ঘ্রাণ এনে
আমাকে রাঙাও ; আমিও সরব হই-
রঙের আশকারায় কাঁপি, দহনে পুড়ি...
তুমি জানো বা না জানো সে কথা জানে
আমার ঘরের বিরহী পদ্মফুল, ঘুলঘুলির চড়ুই,
আমার সাজআয়না, ঘরের পাশের গাছ,
সরানো পর্দা, কার্নিশের ওই শ্যাওলা... 


আমাকে জলাঞ্জলি দাও


ভালোবাসি ভালোবাসি বলে
এতো যে সুর তুলেছ, গান গেয়েছ
কী দাম থাকল তাতে?
এখন যে অস্বীকারের ঘুঙুর বেঁধেছ
বাজিয়ে চলেছ তাই অবিরাম জলসাঘরে
কী আনন্দ বলতে পার তাতে?
বুঝিনা কী সুখ পাও
রঙ বদলের ভাঙাভাঙির খেলায়!
আমি তো খুঁজি জলের ওই স্রোত যে
ভাসিয়ে নিয়ে গেছে আমার বকুল মালা
আমি তো খুঁজি ওই ফেনারাশি বুদবুদ যে
শৈশবের জলখেলার কাঠি লুকিয়ে রেখেছে
কোথায় সেসব বলতে পারো?
তাতানো উষ্ণতা-ভেজা বাতাস-জলীয় বাষ্পে
মেঘে মেঘে-বৃষ্টিতে বৃষ্টিতে-রঙধনু রঙে
নাকি পাহাড়ী ঝিরিপথে আলপনা ছন্দে
আমাকে এনে দাও সে হারানো প্রত্যয়ী রুধিফুল!
নইলে আমি জল হই
আমাকে জলাঞ্জলি দাও



Post a Comment

2 Comments

  1. সুন্দর সব কবিতা

    ReplyDelete
    Replies
    1. মন্তরব্যর জন্য ধন্যবাদ।

      Delete