পুড়ে যাচ্ছে হাসি
হত্যার পাঠশালা
তুমি যে পথ দিয়ে হেঁটে যাও, সেই পথ নীল হয়ে যায়।
তোমার পায়ের গন্ধে পুড়ে যায় পথের সমস্ত শরীর।
দেহ পোড়া গন্ধ তোমাকে কতবার বলছে জীবনের পথ
হেঁটো না। আলো থেকে ঝরে পড়া অন্ধকার খ- বলছে
নির্বোধ অক্ষরের নাম। তাইতো বহুকাল চিবিয়ে এসেছি
আদিম সভ্যতার কাঁচা মাংস। এসব দাগ মুছে দেওয়ার
জন্য রাত গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। পরিত্যক্ত মানবতার
শিকড় ধরে জন্মে চলেছে প্রাণরস। এসব প্রাণরস তৈরি
করে হত্যার পাঠশালা। আর পাঠশালা শিখানো কীভাবে
মৃত্যুর জন্য প্রাণ সৃষ্টি করা হয়। তুমি বলতে পার
বেদনার রং কী? পৃথিবীতে বেঁচে থাকা হল বেদনার রং।
বেঁচে থাকার চিৎকার
অদ্ভুদ তোমার হাসি। তোমার হাসির আঘাতে রক্ত বের
হচ্ছে পৃথিবীর দেহ থেকে। তুমি যতবার হাসছ পৃথিবী
বাঁচার আকুতি নিয়ে ততবার চিৎকার দিচ্ছে। পৃথিবীর
বেঁচে থাকার পাগলামি দেখে দিনগুলো রাত হচ্ছে আর
রাত গুলো দিন হয়ে যাচ্ছে। যে প্রাণের উপর ভর দিয়ে
তুমি বেঁচে আছ, সেই প্রাণে আগুন দিয়েছ। পুড়ে যাচ্ছে
বেঁচে থাকার প্রাণ; পুড়ে যাচ্ছে হাসি, পুড়ে যাচ্ছে
তোমার বেঁচে থাকার কসম।
0 Comments