শাহানা সিরাজী’র কবিতাগুচ্ছ


 প্রেম, কীর্তনখোলার মতো প্রমত্ত...



 প্ররোচনা


১.
 সুদ খাই না
বাসায় ঝগড়া ফুরোয় না...

 .
গতকাল আর আজকের ভেতর
কী তফাৎ, মুনীয়া?
আজ কেবল জোর করেছি..

৩.
চাইলে ফেলে দিতে পারো
স্বার্থছাড়া কেন কাছে রাখবে?

.
চেষ্টা আর অপেক্ষায় ধৈর্য ধরো
ফল আসতে বাধ্য..

৫.
স্নেহ নিম্নগামী....
পিতাই পুত্রের জন্য চুরি ডাকাতি করে

মীমাংসা


না হয় অমীমাংসিতই থাকুক
খতিয়ানে হোক ভুল মোজেজা
কিংবা দাগ নম্বর
আদালত করবো না
হৃদয় তো আদালত করে পাওয়া যায় না..

 নিষিদ্ধ


নিষিদ্ধ বলেই আকর্ষণ
আদম- গন্ধম- ইভ- ইবলিস
রপকথার ফেরিওয়ালা
প্রকারান্তে মানুষই সব

কর্পোরাল দুনিয়ায়
সব খোলাখুলি
তাই ইবলিস বেকার!

মননে মগজে মানুষ জংলি
পোশাক বানিয়েছে অসভ্য
সংঘাতই টিকে থাকার কৌশল...


অস্থিরতা


ভালোবাসা মানেই অস্থিরতা!
প্রেম মানেই হলো ব্যর্থতা!

যে চোখে আগুন যে চোখেই জল
যে ঠোঁটে তৃষ্ণা সে ঠোঁটেই মরু
যে বুকে প্রণয় সে বুকেই ক্ষয়

অস্থিরতাই স্বার্থান্ধ বানায়
প্রেমেই থাকে হিংসা
যে প্রেম নির্ভরতা শেখায় না তা কেবল
যৌনাচার!!

প্রেম


কবি- কবিতা আর প্রেম এক নয়
প্রেম থেকে অস্থিকংকাল
তারপর কবিতা সব শেষে কবি...
যে কবি কবিতা খোঁজে তাকে প্রেমিক ভাবা যায়
না!
যে প্রেমে কবিতা নেই তা মৃত

মৃতের জন্য সৎকার
যেখানে কবিও নেই কবিতাও নেই
চাই কীর্তনখোলার মতো প্রমত্ত প্রেম
যেখানে জোয়ার- ভাটায় পা ভেজাবো...


Post a Comment

0 Comments