মধুমিতা বিশ্বাস এর গুচ্ছ কবিতা


 চুম্বক আবিষ্কারের স্বল্পদৈর্ঘ্য ইতিহাস



সম্পর্কের রসায়ন


সুপ্ত সুখের অলস দুপুর
ইজি চেয়ারে পিঠ এলিয়ে, চোখ বুজে নিঃশ্বাস নিতেই;
অদ্ভুদ স্বপ্ন, লাল লিটমাসে ভিজছে
গানিতিক সূত্রে কেঁপে উঠছে দেহমুদ্রা
সম্পর্কের রসায়ন, চুম্বক আবিষ্কারের ইতিহাস খুঁজছে বৃত্তের মডেলে
স্বাচ্ছন্দের বৈজ্ঞানিক নিউটনের, আপেল সদৃশ মুখ
আকর্ষণে নেমে আসে মায়াময় পৃথিবীতে
গভীরতার স্পর্শে, সন্মোহনের আলোয় ভাসতে ভাসতে
হারিয়ে যাই সময়ের হৃদগঙ্গায়!



অস্তরাগের সংবেদনা


ভূগোলে রূপান্তরিত দ্বিধা বিভক্তির
ঐতিহাসিক ক্লান্ত বিকেলটা ঝুলে আছে,
প্যালেস্টাইনের বৈচিত্রতায়;
খুলি, রক্ত, মাংস ছড়িয়ে পড়েছে
মনোক্লেশের প্রকান্তে!
ঘুরপথ, দ্রোহী সেক্টরের অস্পষ্ট অভিজ্ঞতা
ভেদ করা, জলন্ত মার্তম ছাইকে উস্কে দেয়
যুদ্ধক্ষেত্রের বিশ্বাস নিয়ে, সংগ্রামের যন্ত্রণাময় মুহূর্ত;
ক্রমশ প্রস্তরলিপি হয়ে নির্মাণ করে কম্পোজিশন
অস্তরাগের সংবেদনায়



সুখের সমীকরণ


উড়ু উড়ু বালুকাবেলা
উইক্যালিপটাসের গা বেয়ে চুইয়ে পড়ছে, এ্যালুমিনিয়াম রাঙা রোদ্দুর
ভায়োলিনের সুরের মুর্ছনায়
নীলাভ ইনোভার শীততাপ নিয়ন্ত্রিত কক্ষের, স্বচ্ছ কাচ ঘুরপাক খাচ্ছ
ত্রিভুজ সময়ের আড়ালে
ভালোলাগার তুঙ্গবিন্দু সৌর্হাদ্য বিষয় সিম্ফনি
বিভোর আলোয় বর্ণিল ঝাড়বাতিটা ম্যানার শিখায়
পরম মুদ্রায় খেলা করে, অ্যাকোরিয়ামের বিচিত্র মাছ
মায়াবি মুহূর্তের স্বপ্ন টাঙানো ইতিহাস সুখের সমীররণে,
আগামী দিনের প্রতিচ্ছবি দেখে মুগ্ধ অনুরাগে



প্রিয় ক্যান্টিন


প্রিয় ক্যান্টিন
ধূমায়িত কফির মগ থেকে উড়ছে
পাঁজরের ফসফরাস বাস্প, কৌতূহলের ভোরবেলায়
প্রলেপের অন্তরালের কিছু কথা প্রসারিত হয়ে
বোধের মানচিত্র হয়ে উঠে ল্যাঙবোট,
শব্দের সীমাহীন পতনে
বৃত্তের কাঁটা কম্পাসের অচেনা জগ
জেগে থেকে, বয়ে বেড়ায় অনিকেত কাল;
ভুল গন্তব্যের প্রত্যাবর্তনে



মনোজ্ঞ নির্মিতির একান্ত প্রহর


লেকের অল্টারিয়র হাওয়ায়
কথার মায়াময় ঘ্রাণ;
অন্তহীন শুন্যতায় ভাসছে
পঙক্তির ঋদ্ধ বিকেল
জোড়া পা, জল ছুঁয়ে উপভোগ্য করে তুলছে জীবন
উঞ্চতর প্রকৃতি পাঠ করছে-
গোলক ধাঁধাঁময় পৃথিবীর সুনসান নিরবতা
জলের গভীর সূত্রের প্রয়োগ বিদ্যা শেখায়
জলবায়ু বিষয়ক জ্ঞান
রূপালী মুহূর্তের বর্গভেদে, বৃত্তের ধরে রাখা গতিতে,
মনোজ্ঞ নির্মিতির একান্ত প্রহর;
এগিয়ে যায় মহাকালের দিকে
স্বল্পদৈর্ঘ্য কল্পনা বুনে বুনে

Post a Comment

0 Comments