সাকিল মাহমুদ এর কবিতা



 ক্লান্ত পায়ে হেঁটে চলে স্মৃতি...







শতাব্দীর মুদ্রিত বন্ধন

প্রতিবারই প্রকৃতির কাঞ্চি দিয়ে বসন্ত আসে
মুসলিন মেঘের ডিঙায়
শোষণের দাবানল বোধবুদ্ধি বেমালুম ভুলে
চারিদিকে ঐতিহ্যের সম্ভার খমক
উন্মাদের অপবাদ তুলে
মুখথবড়ে পরে থাকে লুপ্ত হিংসা
লাল পাখি শিমুল পলাশের ডালে
নিত্যকরে সুখ শয্যার নীল উচ্ছ্বাসে
দৃষ্টি বৃক্ষর পাতাতে কুমীরত্ব রূপে;
বন্ধনহীন মনে সৌর উত্তাপ বাড়ে
ফাল্তু আত্ম বিশ্বাস বিবাদী হয় শুদ্ধ তল্লাটে,
আনাচেকানাচের মরা পাতা উড়ে ঋতুকে ধোয়
শতাব্দীর পর শতাব্দী নিজ আকর্ষণ বাড়াতে




সত্তা
অর্ন্তদাহে জ্বলে যায় পাঁজরের ঘর
ক্লান্ত পায়ে হেঁটে চলে স্মৃতি
ধুকপুক করে মনের সরাইখানা
চোখের জলে পাড় ভাঙ্গে নড়বড়ে বুকের জমি
শোকের সূর্য্যদয় হয় গাঢ় কষ্টের অন্ধকারে
অধরায় ছায়া কাঁদে অনুভূতিহীন
দুর্বোধ্য সীমাহীন গন্তব্যের সত্তার ফাঁদে অশুদ্ধ জীবন

Post a Comment

0 Comments