ভের্ণাল ভের্টর এর কবিতা


ভের্ণাল ভের্টর এর কবিতা



ভয়


চারিদিকে অন্ধকার।
কুঁপিতে আলো নিভু নিভু,
জ্বালানিটুকুও ফুরিয়েছে!
আশেপাশে কোন আলো নেই
শুধু ভয়,
শুধু ভয় আর ভয়!
কখন  জানি হাজির হয়
দড়জায় কড়া নেড়ে।
অন্ধকারের হাতছানিতে
মৃত্যুর ডাক নিয়ে।
হঠাৎ কুঁপিতে অবশিষ্ঠ জ্বালানিটুকুও ফুরিয়ে।
ভয় যেন বেড়ে গেল,
কেউ যেন আমায় সাড়া দিলো।

তোমার কুঁপিতে  জ্বালানি ফরিয়ে,
আলোও নিভিতে
তুমি প্রস্তুত হও…
তোমার প্রাণটা উড়িয়ে নিয়ে যাবো,
ছিলো যে দরবারে।
তখনই শুধু ভয়, শুধু ভয়, আর ভয়!!



বিষ বৃক্ষ


তেতো কি জিনিস?
সে যদিপ্রশ্ন করা হয় নিম বৃক্ষকে,
তবে; সে কি জবাব দিবে?
মিঠা কি জিনিস?
সেও যদি প্রশ্ন করা হয় ইক্ষকে,
তবে; সেই বা কি জবাব দিবে!

তিতা মিঠা, সে হলো এমন জিনিস
বলিতে পারিবে সে,
এর স্বাদ ভোগ করেছে যে।

নাহি ভোগে যায় না বোঝা
ফলের কি গুন...
তাইতো, ভোগেই যায় বোঝা
বিষয়ের কি গুন

যদি,
তিতাকে দুঃখ ধরি,
মিঠাকে সুখ।
তবে কি বলা যায়?
তিতা মিঠার তরে
সুখ দুঃখ নাহি ঘোরে।
ইহা ঘোরে সেই বৃক্ষের-ই তরে।



Post a Comment

0 Comments