মানবী কবিতা হয়ে উঠলে
অথচ নীলাভ শাড়িতে
টিপ জড়ালে
তুমি কবিতা হয়ে
ওঠো
যদিও তোমার বুকের
ওমে জেগে
ওঠে
নতুন সকাল; ভোরের
রক্তাভ কবিতা
নিছক উপমার ঘোরে
বন্দি রাখিনি
কখনো পানাফুল দুলে
ওঠে নদীর
বুকে
জ্যোৎস্নাময় সৌষ্ঠব ঘিরে জেগে ওঠো
হঠাৎ
তুমি একটি নীলাভ
কবিতা, ছন্দময়
দোল...
সময়
তোমার শরীর ছুঁয়ে
আমার দারুণ জ্বর
হৃদয়ালেক্ষ্য দিয়ে গেছে
কবে কোন সময়ের
গান
দুজন মানুষ পর
ঝড়ের মতোন দুলিয়ে
হাসি
যাচ্ছি চলে; যাও-
দূরে
যাবে সবাই এমনি
জীবনভর
তোমার শরীর ছুঁয়ে
আমার ভীষণ জ্বর
যে কথা একান্ত আমার
তুমি তো বেঁধেছো
ঘর
শুন্য এক নিরর্থক
সংসারে
এই তো; হয়েছি
পর
নিশি-ভঙ্গ অনর্থক
প্রহরে
যদিও এখনই ডাকবে
ডাহুক
কিংবা হুতুম পেঁচার
সঙ্গী
রাত হলে তোমায়
ডাকিনি
নিজস্বতায় ক্ষয়ের ভঙ্গী
জেনে রেখো-
এই বুকে ভালোবাসা
নেই
নেই কোনো রক্ত
গোলাপ
যা আছে সকলই
আমার পাপ
0 Comments