চৌষট্টি কলার ইতিহাস
অচেনায় ভয় আমার নেই
আড়ালে আবডালে করি না, যা করি
সামনা সামনি। মগজে মতলুবি রেখে
ভবিষ্যৎ খুজি না আমি। সহস্র বছর ধরে সময়ের অপেক্ষা করে চেনা পথে পা বাড়াই। ভেবোনা আমি দূর্বল
অচেনায় ভয় আমার নেই।
স্রোতে গা ভাসিয়ে রাস্তাটা আমি ঠিকই চিনে নিই
যেটা কুড়িয়ে পাই, আশ্রয়ের খুঁটি ধরে আগলে নিই অভিযোগহীনভাবে।
যারা মিথ্যের বেসাতি করে চৌষট্টি কলার ইতিহাস ঘাটে আমি সে দলে নেই।
তাই চেনা পথ না পেলে মাঝে মাঝেই অচেনা পথেই হাটি
অচেনায় ভয় আমার নেই।
সুতো
বানোয়াট সান্তনা দিয়ে যে কথা ভোরের কাছে কড়া নাড়ে;
শিস বাজিয়ে ছুটে পালায় অহেতুক ভয়ে
আমি তাকেই খুঁজি সূত্র একে একে
সূত্র গাথি সুতোয়
জ্যামিতিক নকশা একে একে যে সুতোটা বেড়াই খুঁজে
তা হয়তো কোনো দিন পেয়ে যাব।
অনেকটা মোহগ্রস্থ হয়ে ছুটে যাই মুহূর্তে;
চলন বিলে নৌকা ভাসাই,
চাঁদের অন্ধকারে বেহালা বাজাই অবিশ্রান্ত আড্ডায়
স্মৃতি হাতরে শব্দ খুঁঁজি, শব্দের বাজারে
আমি শব্দ ফেরি করি।
আহ্বান
নির্ঘুম রক্তের বিছানা নেমন্তন্নে ব্যস্ত
মুখবন্দি সময় শুধু বয়ে চলে
অন্ধ গুহা পথে
পালায়
আপাদ মস্তক পালিয়ে বাঁচতে চায় আবেগ শরীর।
কবি !
এটা তোমার ধর্ম?
ভূল করে ঢুকে পড়েছো কী কবি ঘরে?
তোমার এ অভিক্ষেপ একদিন ঠিকই কর্পূরের মতো উড়ে যাবে।
সারি বদ্ধ তোমার চলাচল আর কতো
কবে মূর্ত হবে তোমার এ দূরত্ব রেখা
প্লিজ আমায় গুলি করো
আমার রক্তে ঘুমিয়ে পরুক রক্তের বিছানা।
জন্মদিন
তুমি আজ বিকিয়েছ তিন মাসের শিশুর কাছেও
তাই শুরু হোক তোমার শাস্তিগোনা দিনযাপন
তোমার জন্য সঞ্চিত হোক পুরষ্কার
সবা মিছিলে তোমার জয়গান হোক
জন্মদিন পালন করা হোক তোমার কেন না
তোমার আজ নতুন জন্ম হলো
তুমি আজ মানুষ থেকে পশু হয়ে জন্ম নিলে।
আবু জাফর সৈকত
সম্পাদক: হস্তাক্ষর
0 Comments