আজিম পাটোয়ারী’র পাঁচটি কবিতা

পরম থেকে আগত শব্দগুলো




১।

আমাকে না নেয়ার অপরাধে
আমাকেই ফাঁসিতে ঝোলানো হবে

এই মর্মে
পৃথিবীর ভার, তার নির্মোহের সমান

গাছের সন্তান, ঝুলে থাকা ফল
পাখির ঠুকরে খাওয়া দাগ

এই মর্মে
আমাকে না নেয়ার অপরাধ
মানুষটির পাখিজাত স্বভাব!


২।

নদী, একদিন শুকিয়ে যায়। একদিন মরে গেলে,
আকাশ তার প্রিয় আয়নাটি হারায়!


৩।

ধীরতা ছেড়ে শব্দের দিকে হাত বাড়ায়
অথচ প্রত্যেকটা শব্দ পরম থেকে আগত
আমাকে বললাম, চুপ থাকো
বস্তুত তাই অস্থিরতা,
স্থিরতার! শুনতে পাচ্ছো? চোখ মেলো
কী বলতে চাই ওহে অলীক প্রত্যক্ষবাদী,
মৃত্যু কী প্রাণের চেয়ে অধিক অন্তিম কিছু নয় ?
দূতেরা এগিয়ে আসছে ভেসে, চর্মচক্ষু তা দেখে না!
পরকালের ধারণা নয়, নয় কোন জগত
কিছু বলো না, দেখো দেখার ভ্রান্তি ছেড়ে।
লীন হচ্ছি সূর্যে; উদ্ভাসিত।
সময় নেই, ভাব নয়, ঝংকৃত অবিনশ্বর সুর।
তুমি, আমি নেই। না মানুষের ঈশ্বর,
না ইহজগত বলে ভ্রম হওয়া কিছু।
আগুনে জ্বলছি, জ্বলে জ্বলে__
প্রস্ফুটিত আঁধারে' দিকে!
কেবলই একটি টানেল,মস্তিষ্কের অতীত!
এত ঠাঁই নেই, তবু অনিবার্যতায় সকল চুপ ভাষা__
না দুঃখ, না সুখ, না মধ্য কিছু,
কর্মরুপের সাধনে দুলে উঠছে পরমে!
যা কিছু অবলোকন, যা কিছু নয়,
একাত্মতার দিকে বহমান।অংশ থেকে পূর্ণাঙ্গের দিকে
বাঁশি অহর্নিশ বেজে চলেছে।
এক বিন্দু শিশিরের দিকে কেবলই দোলায়, দুলে উঠছি__
ঝরে ফের ফুটে আছি!


৪।

একটি কবিতা নির্লজ্জের মত তাকিয়ে আছে__
কাঁটাতারের দিকে।

তার উপর বসেছে একটি অন্ধ পাখি
কবিতাটি পাখিটিকে খুঁজছিল

পাখির ডানাদুটো দেখছে মগজের কাঁটাতার
কাঁটাতার কী দেখে মগজের বাহার?

মগজ কেন বলছি, খারাপ দেখায়,
বরং বলি মস্তিষ্ক, যাদের আছে সুচালো
কাঁটাতার পাখিটির নেই, পাখিটি অন্ধ
পাখি আর কবিতার মধ্যে আছে একটা গোপন প্রেম
ডানা, কাঁটাতার, এবং অন্ধত্ব এসবের কিছু
জানেনি,
কোন কালেই এসবের কিছুই জানে না!


৫।

নরকের চেয়ে সাদা পৃষ্ঠাটাই অধিক কোলাহল
হাহাকার নিয়ে নিথর বসে আছে

পূর্বের পৃষ্ঠায় সব ব্যর্থরা,
শিশুকল

বস্তুত পৌঁছাতে চাচ্ছে শূন্যের অধিক

পরমার্থের দিকে



আজিম পাটোয়ারী
জন্মঃ ১৯৮৭ সালে, ফেনী 

Post a Comment

0 Comments