কবির মনি’র দুটি কবিতা

তবুও জীবন চলে বহমান- নদী

কবির মনি’র দুটি কবিতা


জীবনের নামতা


জৈবনিক ধারাপাতে সব দেখি- ভুল
আমিতো গণিতে কাঁচা যোগ-ভাগ-গুন
মগজে খেলা করে - বাঁশির ধোঁয়া
পৃথিবীর জল কাঁদা বাতাস- হাওয়া

স্বপ্ন খেলা করে লাটিমের- সুতায়
আমাদের পথগুলি ধূলায়- লুটায়
নৈঃশব্দের বাতিঘরে একা একা থাকা
সাদাপাতা সাদা থাকে এইতো পাওয়া

জটিলতা বেড়ে চলে হায়নার - ভয়ে
আগুনে দু'চোখ রাখি পাথর- ক্ষয়ে
বয়সের গাও থেকে ঝরে পড়ে পাতা
হৃদপিন্ড চিরে দেখ বিষতীর- গাঁথা

তবুও জীবন চলে বহমান- নদী
ছল-ছল ভয় তার চরজাগে- যদি
ঘুন পোকা খেয়ে নেয় চিন্তার কোষ
বিচারের আদালতে প্রমানিত দোষ
শ্মশানে চিতা জ্বলে অন্ধকার- কালো
এই ভাবে বেঁচে থাকা যায় নাতো ভাল



সৃষ্টি-ধ্বংস জড়াজড়ি


অক্ষরে হয় শব্দ সৃষ্টি মন্ত্র জপের পালা
নিজেই নিজের ছায়ার সামনে দাঁড়িয়ে একলা
সপ্তক্রিয়ায় কার্য সাধন- সাধুর ঘরে আহার ভোজন
দেহের ভিতর প্রবেশ বারণ পঞ্চভূতের সকল স্বজন

বর্ণে-বর্ণে পূণ্যবান সিদ্ধমানর কলবে প্রাণ
রাষ্ট্র, সমাজ- পরিবার - বায়বীয় এক ইন্দ্রজাল
রোধন, পীড়ন, বশীকরণ- পুরুষ-নারী সংমিশ্রণ
শোষণ, পোষণ, দাহক্রিয়া- মনের পাখির কষ্ট পীড়া

মন তোমারি আত্মা একক জানিয়া সকল নেয় বুঝিয়া
গাছ হলো তার একটি ফল ধরে তার পাঁচটি
পাঁচটি ফলের পাঁচটি সাধ একত্রে হয় মিশ্রণ
আলোবিহীন অন্ধকারে মোহচক্র চিন্তা ভ্রম

ছন্দে সুরে শব্দ বান ঘটিল প্রথম গুন বিকাশ
বীজের উপর খোসাভুষি মাটির ভিতর পুতলো গাছ
শুনিতে বড় অবাক লাগে তার গোড়াতে ঢাল জল
বীজমন্ত্র বাহির হইলো মাটির উপর প্রথম ঘাস

ভ্রমর সকল মধুলোভে ঘাসের ফুলে পড়লো এসে
ফুলের ভিতর ছিল বিষ তাহার খেল ভালবেসে
অন্ত্রিমেতে দন্ড ভুলে লন্ডভন্ড হলো প্রাণ
অধম সকল হারালো কুল আদি সৃষ্টি প্রথম ভুল।

Post a Comment

0 Comments