মহীয়সী সাহিত্য সম্মাননা ২০২৫ পাচ্ছেন যারা

Mahiyasi Literary Award 2025 announced


কবি ও কবিতার সংগঠন মহীয়সী’র ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারেও বাংলা শিল্প-সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ৬ ক্যাটাগরিতে ৬ জন সাহিত্যিককে নামে মহীয়সী সাহিত্য সম্মাননা ২০২৫ ঘোষণা করা হয়েছে।

এবছর কবিতায়- কামরুল বাহার আরিফ, প্রবন্ধ ও গবেষণায়- মাসুদুল হক, কথাসাহিত্যে- আব্দুল মান্নান সরকার, ছোটগল্পে- আখতার জামান, ছোটকাগজ সম্পাদনায়- জলছবি সম্পাদক জামসেদ ওয়াজেদ এবং শাহান আরা জাকিরকে বেতার শিল্পী ও নাট্যকার শাখায় মহীয়সী সাহিত্য সম্মাননা ২০২৫ এর জন্য মনোনিত করা হয়েছে।

মহীয়সী’র সভাপতি, রেহেনা সুলতানা শিল্পী ও সাধারণ সম্পাদক, যাযাবর জিয়া জানান, আগামী ১৭ জানুয়ারী ২০২৫ খ্রি. রোজ শুক্রবার দিনব্যাপী ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১০ম কবিতা উৎসবের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে পাবনা জেলার চরগড়গড়ির চরনিকেতন কাব্যমঞ্চে। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Post a Comment

0 Comments