আজ ১৭ জানুয়ারি শুক্রবার কবি ও কবিতার সংগঠন মহীয়সী সাহিত্য পাঠচক্র এর আয়োজনে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কবিতা উৎসবের আয়োজন করা হয়। আয়োজনের শুরুতে উদ্বোধক প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের নিয়ে আনন্দ পথযাত্রা করা হয়।
এরপর দিনব্যাপী কবিতা উৎসব
উদ্বোধনী করেন কবি, প্রাবন্ধিক ও গবেষক মজিদ মাহমুদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
কথাসাহিত্যিক রফিকুর রশীদ, সভাপতিত্ব করেন
সংগঠনের সভাপতি রেহানা সুলতানা শিল্পী। উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন কবি মাহমুদ কামাল, কথাসাহিত্যিক আবদুল মান্নান সরকার, কবি ও প্রাবন্ধিক মাসুদুল
হক, সম্পাদক ও গবেষক মোহাম্মদ রউফ, কবি বিনয় বর্মন, কবি সৈকত হাবিব।
দুপুর ২.৩০মি. কথা ও কবিতা
পর্বে সভাপতিত্ব করেন কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী, আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি
কামরুল বাহার আরিফ, কবি আখতার জামান, কবি শাহান আরা জাকির, কবি আতাউর রহমান। কবিতাপাঠ করেন কবি কথা হাসনাত, কবি বেগম ফিরোজা খান,
কবি মমতা রোজ কলি, কবি নাহার আহমেদ, কবি আশরাফুল ইসলাম নয়ন, কবি সালেহা ইমতিয়াজ,
কবি মোহাম্মদ আলী, কবি বিজুরী ইসলাম, শামীমা সীমা, সাইফ আব্দুর রাজ্জাক, কবি মর্জিনা
আলম, কবি মো. শফিউল্লাহ, কবি নজরুল ইসলাম মুকুল, কবি মরিয়ম বেলারুশী, কবি আলমগীরুল
নিউটন, কবি অশ্রু সাগর আনোয়ার, কবি নুরজাহান
নিরা, কবি সাইদা আখতার কল্পনা, কবি বলরাম সরকার৷ কবি মাহমুদা ওয়ারেছী শিমুল, কবি ইমাম
মেহেদী।
বিকাল ৪.০০টায় সেমিনার: ‘কেন
কবিতা লিখি’ পর্বে সভাপতিত্ব করেন কবি ও সংগঠক ইসলাম রফিক, আলোচক হিসাবে উপস্থিত ছিলেন
কবি দেওয়ান বাদল, কবি লতিফ জোয়ার্দার, কবি আদ্যনাথ ঘোষ, কবি ও সম্পাদক জামসেদ ওয়াজেদ,
কবি হাসনাত আমজাদ, কবি রফিকুল ইসলাম, কবি মাহমুদ নোমান, কবি অনিন্দ্য তুহিন।
শেষে ‘মহীয়সী সাহিত্য
সম্মাননা-২০২৫’ প্রদান পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি যাযাবর জিয়া, আলোচনা করেন কবি
ও চিকিৎসক ইফতেখার মাহমুদ, নোঙর পাবনার আহ্বায়ক মো. হাসানুজ্জামা, পাবনা প্রেসক্লাবের
সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম, কবি আব্দুদ দায়েন, কবি ও চিকিৎসক কোহিনূর বেগম।
এ বছর মহীয়সী সাহিত্য পাঠচক্র ৬ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে।
কামরুল বাহার আরিফকে কবিতায়, আবদুল
মান্নান সরকারকে কথাসাহিত্যে, মাসুদুল হককে প্রবন্ধ ও গবেষনায়, আখতার জামানকে ছোটগল্পে,
শাহান আরা জাকিরকে বেতার শিল্পী ও নাট্যকারে, জামসেদ ওয়াজেদকে ছোটকাগজ সম্পাদনায়। দিনব্যাপী
অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন এইচ আলিম।
0 Comments