অনুপ্রাণন তরুণ কবিতা পুরস্কার-২০২৪ পেলেন হাসনাইন হীরা

 

Hasnain Hira receives the Anupranon Young Poetry Award-2024

অনুপ্রাণন তরুণ কবিতা পুরস্কার পেলেন তরুণ কবি হাসনাইন হীরা। বামিহালের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন। ‘ব্রাত্যভিটার নকশা’ কবিতার পাণ্ডুলিপির জন্য দেওয়া হয় এই পুরস্কার। এটা তাঁর দ্বিতীয় কবিতার পাণ্ডুলিপি। বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন।

৪ জানুয়ারী-২৫ তারিখ বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলায়তনে অনুপ্রাণন লেখক সম্মেলন ও পাণ্ডুলিপি বিজয়ী লেখকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।  জমকালো এই অনুষ্ঠানের ভেতর দিয়ে তরুণ কবি ও লেখকদের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। পুরস্কার হিসাবে সম্মাননা স্মারক , বই ও নগদ অর্থ প্রদান করা হয়। কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধ ক্যাটাগরিতে অনুর্ধ্ব ৪০ তরুণেরা পেয়ে থাকেন এই পুরস্কার। তরুণদের  উৎসাহ দিতে ২০২৩ সাল থেকে দেওয়া হচ্ছে এই পুরস্কার।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসহাক খান, সরকার আব্দুল মান্নান, শোয়েব শাহরিয়ার, মণীশ রায়, নীরু শামসুন্নাহার, গোলাম কিবরিয়া পিনু, মোজাম্মেল হক নিয়োগী ও স্বকৃত নোমান। এছাড়াও অনুপ্রাণন প্রকাশনের কর্ণধার মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ ইউসুফসহ সারাদেশ থেকে আগত দেশের খ্যাতিমান কবি ও লেখকগণ উপস্থিত ছিলেন।

উল্লখ্য যে, হাসনাইন হীরা তাঁর প্রথম বইয়ের পাণ্ডুলিপি ‘বাঁক বাচনের বৈঠা’র জন্য পেয়েছিলেন জেমকন তরুণ কবিতা পুরস্কার-২০২০। বইটি প্রকাশ করেছিলেন জেমকনের অঙ্গপ্রতিষ্ঠান কাগজ প্রকাশন।


Post a Comment

0 Comments