কফিমগে চুমুক দিলে বরং
আরো গাঢ় অন্ধকার নামে
আরো গাঢ় বিষন্নতা নামে
আরো নিভে যায় নিভে যাওয়া চোখ
ডাহুকের গান যেন করুন রোদন
সোনালি স্মৃতিরা মরা গাঙের জল
এই গাঢ় অন্ধকারের অন্য নাম বৃহষ্পতিবার
এই গাঢ় বিষন্নতার অন্য নাম বৃহষ্পতিবার
তোমাকে খুব বেশি মনে পড়ে জুঁই
বৃহষ্পতিবার এলেই বিষন্নতা বাড়ে...
নীলকণ্ঠ পাখি
আরো গাঢ় বিষন্নতা নামে
আরো নিভে যায় নিভে যাওয়া চোখ
ডাহুকের গান যেন করুন রোদন
সোনালি স্মৃতিরা মরা গাঙের জল
এই গাঢ় অন্ধকারের অন্য নাম বৃহষ্পতিবার
এই গাঢ় বিষন্নতার অন্য নাম বৃহষ্পতিবার
তোমাকে খুব বেশি মনে পড়ে জুঁই
বৃহষ্পতিবার এলেই বিষন্নতা বাড়ে...
নীলকণ্ঠ পাখি
প্রিয় খেলা ছিল বলে শৈশবে ফুটবল ছিল নেশা
ঝড়-বৃষ্টি, জল-কাদায় ফুটবল নিয়ে পড়ে থাকতাম
সবুজ ঘাসে মোড়ানো আমাদের স্কুল মাঠে
ফুটবলার হতে চেয়েছিলাম
ডিফেন্ডার-গোলরক্ষক কিংবা রেফারিও
কিছুই হতে পারি নি
কৈশোরে খুব সিনেমা দেখার নেশা ছিল
নায়ক হতে চাইতাম কোন বুকফোলা ষোড়শীর
ভীতু বলে সুযোগ পেয়েও একজন প্রেমিকও হতে পারি নি
কার্ল মার্কস পাঠ করতে করতে
তারুণ্যে বিপ্লবী হতে চেয়েছিলাম
হয়েছি জ্বী হুজুর জ্বী হুজুর করা কেরানী
আর কিছু হতে চাই না
এখন অবিরত শুধু বিষ খেতে খেতে
হয়ে আছি অমৃত উগড়ে দেয়া নীলকণ্ঠ পাখি...
জুঁই ১০: পাখির বাসার মতো চোখ দুটি
ঝড়-বৃষ্টি, জল-কাদায় ফুটবল নিয়ে পড়ে থাকতাম
সবুজ ঘাসে মোড়ানো আমাদের স্কুল মাঠে
ফুটবলার হতে চেয়েছিলাম
ডিফেন্ডার-গোলরক্ষক কিংবা রেফারিও
কিছুই হতে পারি নি
কৈশোরে খুব সিনেমা দেখার নেশা ছিল
নায়ক হতে চাইতাম কোন বুকফোলা ষোড়শীর
ভীতু বলে সুযোগ পেয়েও একজন প্রেমিকও হতে পারি নি
কার্ল মার্কস পাঠ করতে করতে
তারুণ্যে বিপ্লবী হতে চেয়েছিলাম
হয়েছি জ্বী হুজুর জ্বী হুজুর করা কেরানী
আর কিছু হতে চাই না
এখন অবিরত শুধু বিষ খেতে খেতে
হয়ে আছি অমৃত উগড়ে দেয়া নীলকণ্ঠ পাখি...
জুঁই ১০: পাখির বাসার মতো চোখ দুটি
একবার পাখি হতে চেয়েছিলাম
পাখির চোখে কীভাবে পৃথিবী দেখা যায়
সে কথা ভাবতে ভাবতে ভাবতে ভাবতে
কেটে গেল কিছু মুক্তোর মতো সময়
তোমার কলাপাতা রঙের চোখ দুটি দেখার পর
পাখির বাসার কথা ভুলে গেছি
ভুলে গেছি পাখি উড়া শিল্প
ডানা ঝাপটানোর শব্দ শুনতে চাইনি কোনদিন
সব সাধ মিটে গেল এই পাখি পাখি মনের
আর পাখি হতে চাই নি কোনদিন...
পাখির চোখে কীভাবে পৃথিবী দেখা যায়
সে কথা ভাবতে ভাবতে ভাবতে ভাবতে
কেটে গেল কিছু মুক্তোর মতো সময়
তোমার কলাপাতা রঙের চোখ দুটি দেখার পর
পাখির বাসার কথা ভুলে গেছি
ভুলে গেছি পাখি উড়া শিল্প
ডানা ঝাপটানোর শব্দ শুনতে চাইনি কোনদিন
সব সাধ মিটে গেল এই পাখি পাখি মনের
আর পাখি হতে চাই নি কোনদিন...
পিছু হঁটা মানুষ
দীর্ঘ সুখ বিনিময় শেষ হলে
সদ্য স্নান সেরে আসা পতিভক্ত রমণী
যার ভেজা চুল দখল করে রঙিন নরম বালিশ
আলপথে শরীর বিছিয়ে রাখে মটরশুটি
হেমন্তের সকালে হাঁটতে গেলে
কখনো ওগুলোকে মাড়ানো হয় না
পথ ঘুরে যাই; ওরা যেন ভাল থাকে
পিছু হঁটি, আমি এক পিছু হঁটা মানুষ
দেবালয়ে ঢিল ছুড়ে ছুঁড়ে
ঈশ্বর আরাধনা ভেঙে দেয় যে নির্বোধ ধার্মিক
প্রতিশোধ নিতে যাই না
ক্ষমা করি, তুলে নেই সব অভিশাপ
ও খুঁজে পাক বোধের পৃথিবী
পিছু হঁটি, আমি এক পিছু হঁটা মানুষ
হাজার বছরের এই যে পিছু হঁটা আমার
সে তোমার জন্যই হয়েছিলো শুরু...
সদ্য স্নান সেরে আসা পতিভক্ত রমণী
যার ভেজা চুল দখল করে রঙিন নরম বালিশ
আলপথে শরীর বিছিয়ে রাখে মটরশুটি
হেমন্তের সকালে হাঁটতে গেলে
কখনো ওগুলোকে মাড়ানো হয় না
পথ ঘুরে যাই; ওরা যেন ভাল থাকে
পিছু হঁটি, আমি এক পিছু হঁটা মানুষ
দেবালয়ে ঢিল ছুড়ে ছুঁড়ে
ঈশ্বর আরাধনা ভেঙে দেয় যে নির্বোধ ধার্মিক
প্রতিশোধ নিতে যাই না
ক্ষমা করি, তুলে নেই সব অভিশাপ
ও খুঁজে পাক বোধের পৃথিবী
পিছু হঁটি, আমি এক পিছু হঁটা মানুষ
হাজার বছরের এই যে পিছু হঁটা আমার
সে তোমার জন্যই হয়েছিলো শুরু...
উড়ন্ত টিয়া মানেই দূরন্ত বাংলাদেশ
আঁকতে কি পেরেছে পিকাসো-ভিঞ্চি
এমন শৈল্পিক কারুকাজ
একটা মানচিত্র; ছবির চেয়েও সুন্দর
বুকে তার ফলে তিন ফসলি সোনা
গভীরে-আরো গভীরে হীরা-জহরত
ঠোঁটে তার অবাধ নদীর জল
জলে আছে থরে থরে সাজানো রুপালি ইলিশ
বিলপদ্ম-শাপলা-শালুক আর ঝিনুকের মুক্তো
গাছ সবুজ আমাদের মায়ের মমতা
আর কৃষ্ণচ’ড়া সংগ্রামী অভিবাদন
উড়ন্ত টিয়া দেখেও যার হৃদয়
বাংলাদেশকে মনে করে না
সে আমার স্বজন হয় কী করে?
এমন শৈল্পিক কারুকাজ
একটা মানচিত্র; ছবির চেয়েও সুন্দর
বুকে তার ফলে তিন ফসলি সোনা
গভীরে-আরো গভীরে হীরা-জহরত
ঠোঁটে তার অবাধ নদীর জল
জলে আছে থরে থরে সাজানো রুপালি ইলিশ
বিলপদ্ম-শাপলা-শালুক আর ঝিনুকের মুক্তো
গাছ সবুজ আমাদের মায়ের মমতা
আর কৃষ্ণচ’ড়া সংগ্রামী অভিবাদন
উড়ন্ত টিয়া দেখেও যার হৃদয়
বাংলাদেশকে মনে করে না
সে আমার স্বজন হয় কী করে?
যাহিদ সুবহান,
সম্পাদক: সপ্তর্ষি, পাবনা,
সম্পাদক: সপ্তর্ষি, পাবনা,
0 Comments