সাহানা মহাম্মদ হাসান এর কবিতা

সাহানা মহাম্মদ হাসান এর কবিতা

 



সময়ই সবচেয়ে বড় বিপ্লবী

এখনও প্রত্যুষ আসে রোজকার নিয়মে শুনে কূজন
এখনও ভ্রুণ ফুটে জন্ম নেয় নিষ্পাপ মানব
এখনও বেড়ে ওঠে পাপ জ্ঞাতসারে অসম নিয়মে
জীবন আর মৃত্যুর পার্থক্য কার্যত শুধুই সময়ে
যখন গোধূলীতে হারিয়ে যায় সূর্যাস্তের উৎসব
বিষন্ন বিষাদে চলে সময়ের প্রতিধ্বনিহীন আর্তনাদ
স্পন্দিত রাত্রি শুধু জেগে রয় আঁধারের গহন চোখে
সেখানে মানুষ নয় সময়ই সবচেয়ে বড় বিপ্লবী।




চুক্তি
জাগতিক কোন মোহ নয়
সফলতা নয়
নয় যুক্তি।
শুধুমাত্র শুদ্ধতর জীবনের বাসনায়
চর্চিত জ্ঞানে ভাবুন পাঠকপাঠিকাগণ
পিরামিডে সংবৃত সত্য তুল্য
মানুষের অক্ষরবিহীন চুক্তি থাকে
সমাজের সাথে
ঈশ্বরের সাথে।




এপিটাফ

শেষতক, আমার কবরে স্থিত হল এপিটাফ
জন্মমৃত্যু সাল, কোরানের অমীয় বাণী সমেত
যেন সকলেই আলাদা করতে পারে নিমেষেই
ফিবছর যেন দিতে পারে ফুল
জানাতে পারে শ্রদ্ধা, অথচ
শনাক্তকরণ ভিন্ন
এপিটাফ কিবা কাজে আসে বলো
সব শবইতো মৃত্তিকা আর অনলের আহার
তদ্রুপ তোমরা জীবিতরা সময়ের।




মদিরা পান পরবর্তী

মদিরা পান পরবর্তী কিছু সময়
বচনের দ্বৈতভাব সৃষ্টি হয়
দেহতত্ত্ব সঙ্গীতের ন্যায়।
কিছু সময় পরস্ত্রীকে লাগে রুপসী
রমনের ইচ্ছা জাগায়; কিছুক্ষণ ্এষণা জন্মায়
চলে যেতে ইচ্ছে করে সবিনয়ে
নর্তকীর অন্দর মহলে, তবে
জিজ্ঞাসা জাগায়, নারীদের ক্ষেত্রে
এইরুপ ঘটে কিনা।




আসুন দেখুন

কি হবে এতসব করে বলুন
বাড়ি করছেন, গাড়ি কিনছেন
খাচ্ছেন, দাচ্ছেন, কামাচ্ছেন আর
ব্যাংক এফডিআর একাউন্টে বাড়াচ্ছেন সুদ
বউকে নিয়ে বিদেশ যাচ্ছেন গোসলে
কিনে দিচ্ছেন হালাল সুগন্ধি বডিস্প্রে
আর ঘুরে ঘুরে কিনছেন বাহারি নাইটি
টাইম স্কয়ার থেকে কিনছেন দামী ঘড়ি
এসি ঘরে খাচ্ছেন রাশিয়ান ভোদকা
আর হচ্ছেন বুদ্ধিজীবী গুবরেপোকা।
কি হবে এতসব করে বলুন
আসুন, এখানে আসুন, দেখুন
এই যে এখানে, রাস্তার কিনারে
পরে আছে ভাগাড়ে মানুষ।



................................................................................................................................................

সাহানা মহাম্মদ হাসান
(এস এম হাসানুজ্জামান)
জন্মঃ গ্রাম- শিবজাইট, বাগমারা, রাজশাহী
স্থায়ী নিবাসঃ হড়গ্রাম নতুনপাড়া, রাজশাহী কোর্ট, রাজশাহী।
শিক্ষাজীবনঃ অনার্স মার্ষ্টার্স (সমাজবিজ্ঞান)
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
কাব্যগ্রন্থঃ অদূরে এক মানুষ (একমাত্র কাব্যগ্রন্থ)
প্রকাশকালঃ ২০২১ ফেব্রুয়ারি, রাঢ়বঙ্গ প্রকাশনী, রাজশাহী।


Post a Comment

0 Comments